অতিরিক্ত ব্যয় অভিযোগ

একনেক আটকে দিল জুলাই শহীদদের আবাসন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। তবে আলোচিত ‘জুলাই শহীদদের আবাসন প্রকল্প’টি অনুমোদন না পাওয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম এবং অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভা।

আরও পড়ুন: সীমানা পুনর্নির্ধারণে ৮৩ আসন নিয়ে ইসিতে জমা ১,৭৬০ আবেদন

সভায় উপস্থাপিত ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প’-এর মোট ব্যয় প্রাক্কলন ছিল ৭৬১ কোটি ১৬ লাখ টাকা। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত সময়কালে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা ছিল। তবে চূড়ান্ত অনুমোদন পায়নি এই প্রকল্পটি।

এ বিষয়ে একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমরা মনে করি প্রকল্পটির যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বিতভাবে পরিকল্পনা করা জরুরি। এটি একটি ভালো উদ্যোগ, তবে আরও পরিকল্পিতভাবে এগোতে চাই আমরা।”

আরও পড়ুন: চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা

অন্যদিকে, সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।

অনুমোদিত ৬টি নতুন প্রকল্প গুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন, গ্রামীণ স্যানিটেশন প্রকল্প, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি পুনঃনির্মাণ) ফায়ার স্টেশন স্থাপন, উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ (দ্বিতীয় পর্যায়), কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প।

অন্যদিকে সংশোধিত ৬টি প্রকল্পের মধ্যে রয়েছে, কর্ণফুলী নদীর তীর বরাবর সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত, চতুর্থবার বৃদ্ধি), বাংলাদেশ কোস্ট গার্ডের লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিজ (দ্বিতীয় সংশোধন), স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (প্রথম সংশোধিত), মিরপুর সেনানিবাসে অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (প্রথম সংশোধিত), বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যাদুঘর ভবন সম্প্রসারণ (প্রথম সংশোধিত, চতুর্থবার বৃদ্ধি), বদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (তৃতীয় সংশোধন)।

সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।