সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে পরিপত্রের নতুন নিয়ম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরের ক্ষেত্রে জারি করা সরকারি আদেশ (জিও)-তে পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হয়। কিন্তু এসব আদেশে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয় না। এতে বিদেশ যাত্রার সময় কোন পাসপোর্ট ব্যবহার করা হচ্ছে, তা নিশ্চিত হওয়া সম্ভব হয় না।”
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এই প্রেক্ষাপটে বিদেশ সফরের জিওতে সংশ্লিষ্ট পাসপোর্ট নম্বর উল্লেখ করার অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতে, এটি নিশ্চিত করা গেলে প্রশাসনিক স্বচ্ছতা, বিদেশ যাত্রায় জবাবদিহিতা এবং যথাযথ পর্যবেক্ষণ আরও কার্যকর হবে।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ





