সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে পরিপত্রের নতুন নিয়ম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৬:২১ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরের ক্ষেত্রে জারি করা সরকারি আদেশ (জিও)-তে পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়,  “বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হয়। কিন্তু এসব আদেশে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয় না। এতে বিদেশ যাত্রার সময় কোন পাসপোর্ট ব্যবহার করা হচ্ছে, তা নিশ্চিত হওয়া সম্ভব হয় না।”

আরও পড়ুন: বিকাল ৪টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে ‘মার্চ টু সচিবালয়’

এই প্রেক্ষাপটে বিদেশ সফরের জিওতে সংশ্লিষ্ট পাসপোর্ট নম্বর উল্লেখ করার অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতে, এটি নিশ্চিত করা গেলে প্রশাসনিক স্বচ্ছতা, বিদেশ যাত্রায় জবাবদিহিতা এবং যথাযথ পর্যবেক্ষণ আরও কার্যকর হবে।

আরও পড়ুন: শাপলার বিকল্প বেছে না নিলে ইসির পছন্দের প্রতীক পাবে এনসিপি