কুমিল্লার বাহার-সুচনার সাড়ে ১৭কোটি টাকা ফ্রিজ করেছে সিআইডি

সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা তাহসিন বাহার সুচনার বিরুদ্ধে অর্থপাচার, প্রতারণা ও হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে প্রাথমিকভাবে প্রতারণা, জালিয়াতি, অবৈধ কমিশন গ্রহণ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়ায় তাদের সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকের ৫৩টি হিসাবের মোট ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করেছে সিআইডি।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে করা আবেদনের ভিত্তিতে গত ৮ জুলাই ২০২৫ তারিখে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এ নির্দেশনা জারি করেন।
আরও পড়ুন: বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
অভিযুক্ত আকম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা সদর উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা। তার কন্যা তাহসিন বাহার সুচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।
সিআইডি সূত্রে জানা গেছে, বাহার ও সুচনার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী জারি করা তদন্তে তাদের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম, বিদেশে অর্থ স্থানান্তরের প্রমাণ এবং জাল দলিল তৈরির মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে।
আরও পড়ুন: জুলাই সনদেই আগামী নির্বাচন চায় জামায়াত-এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে বাহার, সুচনা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর দ্রুতই মানি লন্ডারিং আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, অভিযুক্তদের বিরুদ্ধে এই পদক্ষেপ অর্থনৈতিক অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। পাশাপাশি, এটি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।