জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ ফায়ার অ্যালার্ম, বৈঠকস্থল ছাড়লেন রাজনৈতিক নেতারা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৮:১২ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের বৈঠকে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা তাড়াহুড়ো করে সভাস্থল ছেড়ে বাইরে চলে যান।

ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে। ঐকমত্য কমিশনের চলমান বৈঠকের মধ্যেই হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তবে প্রাথমিকভাবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাই দ্রুত একাডেমি ভবনের বাইরে বের হয়ে আসেন।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

এর আগে, একই বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। দিনের শুরুতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সরকারি কর্ম কমিশন (পিএসসি), মহাহিসাবরক্ষকের কার্যালয় এবং ন্যায়পাল নিয়োগে স্বচ্ছ ও স্বাধীন কমিটি গঠনের প্রস্তাব আলোচনায় আসে। এসব বিষয়ে একমত না হওয়ায় বিএনপি বৈঠক থেকে বেরিয়ে যায়।

তবে ১২ দলীয় জোটের সমন্বয়ক জানিয়েছেন, এটি কোনো বর্জন নয়, বরং পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি নির্দিষ্ট আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে ছিল। পরে সংসদে নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত আলোচনায় বিএনপির অংশগ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, বেশ কিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে এবং এখনও যেসব ইস্যু অমীমাংসিত, তা নিয়েই আলোচনা চলবে। কমিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা বারবার সংশোধন করে উপস্থাপন করা হয়েছে, যেন সব দল একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সিপিবি, বাসদ ও জাসদ প্রতীকী ওয়াকআউট করেছিল।