“আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ”: প্রেস সচিব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী পাঁচ থেকে ছয় দিন অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ সময়ের মধ্যেই বোঝা যাবে, দেশের রাজনৈতিক অগ্রযাত্রা কোন দিকে যাচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম। পাঁচ-সাত দিনে বোঝা যাবে, আমরা কোথায় যাচ্ছি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তাঁর অবস্থান খুবই দৃঢ়।”

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করি। অভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে প্রেস সচিব দাবি করেন, ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থানে নিয়ে আসাই ছিল সরকারের বড় চ্যালেঞ্জ। সেটি সরকার সফলভাবে পার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল। নির্বাচন সামনে রেখে যেকোনো অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

চাঁদাবাজি ও দুর্নীতি প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই সরকার চাঁদাবাজির ব্যাপারে জিরো টলারেন্স অবস্থানে আছে। প্রমাণ মিললেই যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।