নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ অপকর্ম করলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা কোনো অপকর্ম করতে চাইলে কেউই আইনের ঊর্ধ্বে থাকবে না, এমন কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন,যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।

আরও পড়ুন: ‘শাপলা’ প্রতীকের দাবিতে ইসিতে আবেদন করল বাংলাদেশ কংগ্রেস

এক প্রশ্নের জবাবে তিনি জানান, গোপনে আওয়ামী লীগের তৎপরতা নজরে এসেছে, যেখানে সেনাবাহিনীর এক কর্মকর্তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

তিনি হুঁশিয়ার করে বলেন, যেই বাহিনীর সদস্যই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করল সরকার

আসন্ন ৫ আগস্টকে ঘিরে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। জনগণ ও মিডিয়ার সহযোগিতায় সবকিছু নিয়ন্ত্রণে আছে।

এ সময় তিনি সাংবাদিকদের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকাকে প্রশংসা করে বলেন, আপনারা সত্য ঘটনা প্রচার করছেন বলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিদেশি মিডিয়াগুলোর আগ্রাসী অবস্থানও কমে এসেছে। গোপন প্রশিক্ষণসহ সব অভিযোগ তদন্তসাপেক্ষ। তদন্ত করলেই বিস্তারিত জানা যাবে।