বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশে সীমা, গাড়ি থামার সময় নির্ধারণ করল বেবিচক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট হ্রাস এবং নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেবিচক জানায়, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। তবে এ সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরে প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আরও পড়ুন: রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগে স্থবিরতা: পরিকল্পনা উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আসা অতিথিদের বিমানবন্দর এলাকায় দ্রুত অবস্থান শেষ করে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। যাত্রীবাহী যানবাহনগুলো বিমানবন্দরের আগমন (অ্যারাইভাল) ও বহির্গমন (ডিপারচার) গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি থামতে পারবে না।

এছাড়া বিমানবন্দর এলাকাকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে যাত্রী ও আগতদের যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অবস্থানকালে সুশৃঙ্খলভাবে চলাফেরা ও প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ

বেবিচক জানিয়েছে, এসব নির্দেশনা কার্যকর থাকাকালে কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ পদক্ষেপের মাধ্যমে বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।