বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:১৩ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৬ আগস্ট) যশোরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন: বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ’র মৃত্যুতে ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ঘাঁটিতে কর্মরত বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৪ আগস্ট বাংলাদেশ বিমান বাহিনী একাডেমীর কমান্ড্যান্ট এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী, বিএসপি, পিএসসি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার সংঘর্ষের নেপথ্যে কী

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।