ইসির নির্বাচনী রোডম্যাপে খুশি বিএনপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:০৬ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ ঘোষণায় খুশি প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে জানান, রোডম্যাপ ঘোষণায় তারা আশাবাদী হয়েছেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসি প্রস্তুতি নিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, “রোডম্যাপ ঘোষণা হয়েছে। এতে আমরা খুশি, উই আর হ্যাপি। অবশ্যই এটিকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছি।”

আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচনের রোডম্যাপ ঘোষণা পুরো জাতির জন্য একটি সুসংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হতে পারবে। দেশের জন্য নির্বাচিত সরকার আসবে এবং সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। নির্বাচনের পর অর্থনীতি পুনরায় শক্তিশালী হবে এবং দক্ষতা উন্নয়ন হবে।”

আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, “জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। এটি আমরা ইতিবাচক হিসেবে দেখছি। যথাযথ সময়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও একই নির্দেশনা ছিল। এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।”

আরও পড়ুন: নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক

এতে আগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা ও রোডম্যাপ ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন বুধবার এই রোডম্যাপ অনুমোদন করে।

২৪টি কর্মসূচির মধ্যে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, মিটিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাত ও বাস্তবায়নসূচি অন্তর্ভুক্ত রয়েছে।