মানুষ জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়: প্রধান উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়। তাই প্রত্যেককে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিতে হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

ইউনূস বলেন, মানুষ কারো অধীনে চাকরি করার জন্য পৃথিবীতে আসেনি। উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়েই সে তার সক্ষমতা কাজে লাগাতে পারে। প্রযুক্তির কল্যাণে এখন মানুষ নানা রকমের উদ্যোক্তা হচ্ছে এবং বিশ্বজুড়ে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। তাই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ পাক। আশা করি, পিকেএসএফ নতুন ভবনে নতুন যাত্রার মাধ্যমে এই লক্ষ্য অর্জনে আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর