শেখ হাসিনার কয়েকটি দুর্নীতি মামলার রায় হতে পারে নভেম্বরেই: দুদক চেয়ারম্যান

ছাত্র–জনতার অভ্যুত্থানের পর পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে চলমান কিছু দুর্নীতি মামলার রায় আগামী নভেম্বর মাসে আসতে পারে।
এ তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি এই মন্তব্য করেন বুধবার সকালে রাজধানীর দুদক প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুদকের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
সমঝোতা স্মারকটি দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান স্বাক্ষর করেন। চুক্তি ৫ বছরের জন্য কার্যকর থাকবে।
দুদক চেয়ারম্যান ড. মোমেন বলেন, “গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলমান মামলার কয়েকটির রায় নভেম্বরের মধ্যে আসতে পারে।” তিনি আরও জানান, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে টিআইবির সঙ্গে সমঝোতা করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “দুদক সংস্কারে ঐক্যমত্যের জন্য কমিশনের বৈঠকে সব রাজনৈতিক দলই একমত রয়েছে। রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে দুদক আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, “দুর্নীতির ধরন সময়ের সঙ্গে পাল্টাচ্ছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। দুদককে টিআইবি একটি দুর্নীতি ওয়াচডগ হিসেবে সহযোগিতা করবে।”