খাগড়াছড়িতে ফ্যাসিস্টদের চেষ্টা প্রতিহত, দুর্গাপূজা নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা ভালোভাবে পালনে বাধা দিতে ফ্যাসিস্টরা খাগড়াছড়িতে অশান্তির চেষ্টা করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।”

এর আগে, সোমবার জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের প্ররোচনায় খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। কিছু সশস্ত্র ব্যক্তি পাহাড়ের ওপর থেকে গুলি করেছে এবং এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। তিনি বলেন, এই সমস্যার প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি চালানো হচ্ছে, যা দুর্গাপূজা নির্বিঘ্ন সম্পন্ন করতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।


আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর