টিভির লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির ২ নেতা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দেশে নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। চ্যানেল দুটি হলো ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে তথ্য মন্ত্রণালয়। জানা গেছে, গত ২৪ জুন ‘নেক্সট টিভি’র অনুমোদন দেওয়া হয়। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন। অফিসের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন।

আরিফুর রহমান তুহিন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

অন্যদিকে, ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। এর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’, যার মালিকও আরিফুর রহমান। অফিসের ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১।

আরিফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন প্রায় ছয় বছর আগে। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন। তিনি জানান, কাগজপত্র সংক্রান্ত কিছু কাজ এখনো বাকি রয়েছে এবং আগামী বছর সম্প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

বিনিয়োগের উৎস সম্পর্কে জানতে চাইলে আরিফুর রহমান বলেন, আমার সঙ্গে বিনিয়োগকারী রয়েছেন।

এদিকে, এই দুই টেলিভিশনের বাইরে একটি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) এরও অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনুমোদন পাওয়া আইপি টিভির নাম ‘চেঞ্জ টিভি প্রেস’, যার প্রতিষ্ঠাতা সাংবাদিক আমিরুল মোমেনীন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ১৫ বছরে ২৮টি টেলিভিশন লাইসেন্স দেওয়া হয়েছিল। এসব টিভি চ্যানেলের মালিকদের বেশিরভাগই সরকারঘনিষ্ঠ ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন। সেই একই প্রক্রিয়ায় নতুন দুটি টিভিরও অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগের প্রথা অনুযায়ী নতুন টিভির অনুমোদন দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন।

বর্তমানে দেশে ৫০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদিত, যার মধ্যে পূর্ণ সম্প্রচারে রয়েছে ৩৬টি। আরও ১৪টি সম্প্রচারের অপেক্ষায় আছে। এ ছাড়া ১৫টি অনুমোদিত আইপি টিভি রয়েছে এবং আরও কিছু আবেদন অনুমোদনের অপেক্ষায়।