নাারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা। বুধবার (৮ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত নুরুল ইসলামকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গত ২ অক্টোবর রাতে গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় ১৩ বছরের এক শিশু বাড়ির সামনে রাস্তায় গেলে নুরুল ইসলাম কৌশলে তাকে পাশের নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে।পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে চাইলে সে পুরো ঘটনার বর্ণনা দেয়। এরপর শিশুটির মা মঙ্গলবার (৭ অক্টোবর) রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
ওসি তরিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম ধর্ষণের কথা স্বীকার করেছে। শিশুটিকে চিকিৎসা ও প্রমাণ সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।