ফেসবুকে ব্যক্তিগত তথ্য বিক্রি: সংঘবদ্ধ চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি

ফেসবুকে পোস্ট দিয়ে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য—যেমন সিমের মালিকানা, কললিস্ট, জাতীয় পরিচয়পত্র (NID) ডেটা, বিকাশ অ্যাকাউন্টের তথ্য, ব্যাংক বিবরণী ও মামলা সংক্রান্ত তথ্য—বিক্রি করছিল একটি সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্র। এ ঘটনায় চক্রটির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃতের নাম মো. সিয়াম হাওলাদার (২৩)। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর কাদিরা ইউনিয়নের চর পাগলা এলাকার নোমান হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: জামায়াতের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন: ‘আমরা তাওয়া গরম করছি’
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি বিশেষ টিম গত ১৩ অক্টোবর (রাত) লক্ষ্মীপুরের কমলনগর এলাকায় অভিযান চালিয়ে সিয়াম হাওলাদারকে গ্রেফতার করে।
অভিযানকালে তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।
আরও পড়ুন: শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ হাইকোর্টের সামনে পুলিশি ব্যারিকেড
সিআইডি জানায়, গ্রেফতারকৃত সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক একটি সাইবার চক্রের সক্রিয় সদস্য। তিনি অর্থের বিনিময়ে বেআইনিভাবে নাগরিকদের NID ডেটা, কল ডিটেইলস রেকর্ড (CDR), এসএমএস তালিকা, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিক্রি করতেন।
এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা নং- ২৪, তারিখ ১৪ অক্টোবর ২০২৫, ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৭/২১/২৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মামলাটির তদন্ত পরিচালনা করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি আরও বলেন, “নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।”