শিক্ষকদের বেতন-ভাতা সুরাহা হবে জাতীয় বেতন স্কেলে: শিক্ষা সচিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৩০ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন।

তিনি বলেছেন, নতুন স্কেল কার্যকর হলে শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতন–ভাতা সংক্রান্ত সমস্যা সমাধান হবে।

আরও পড়ুন: জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বাবা হলেন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রেহানা পারভীন বলেন, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতিনিয়ত এ নিয়ে কাজ করছি। যদিও অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে আছেন, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে

তিনি আরও বলেন, আমরা আলোচনা ডেকেছি, আলোচনায় বসলে সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের ভিত্তিতে যা করা হচ্ছে, সেটি একটি অগ্রগতি। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ, তখন এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছেন। তারা শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শহীদ মিনার ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষা সচিব বলেন, আমরা চেষ্টা করছি শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের জন্য। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। একটু সময় লাগবে, কিন্তু সমাধান আসবেই।