জাতীয় সংসদে সংঘর্ষ: পুরো ভবন ঘিরে নিরাপত্তা বাহিনী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩০ পূর্বাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের এলাকায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে। সংঘর্ষের পর পুরো সংসদ ভবন ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা বাহিনী দ্বারা।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টা ২৬ মিনিটের দিকে জুলাই যোদ্ধাদের দাবি করা একটি পক্ষ এবং পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুপুর ২টার পর পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া অব্যাহত থাকে।

আরও পড়ুন: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শুক্রবার সকাল থেকে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে অনেকে সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা এবং মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এবিপিএন সদস্যরা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেন। একই সময় আন্দোলনকারীরা সংসদ ভবনের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান।

আরও পড়ুন: ‘জুলাই সনদ’ রাজনৈতিক ঐক্যের ঐতিহাসিক মাইলফলক: ইইউ রাষ্ট্রদূত

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো সংসদ ভবন ঘিরে রেখেছে। নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বিকেলে অনুষ্ঠিতব্য ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।