জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান’ ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড একত্রিত করে আগুন ধরিয়ে দেন। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আগুনের কারণে সড়কের আশপাশে ধোঁয়ায় বাতাস ভারী হয়ে ওঠে।
আরও পড়ুন: মানিক মিয়া এভিনিউতে সংঘর্ষ: কী ঘটেছিল
এছাড়া, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।
দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দেন। এরপর তারা আসাদগেট এলাকায় অবস্থান নেন। অপরদিকে আন্দোলনকারীরা আসাদগেটের অন্যপাশে অবস্থান নিয়েছে।
আরও পড়ুন: পুলিশের পিটুনিতে আহত ১০ জুলাইযোদ্ধা ঢামেকে ভর্তি
বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। আগুন দেওয়া স্থানগুলোতে প্রচুর পরিমাণে আসবাবপত্র, ব্যানার ও সিরামিক থালা-বাসন ভাঙচুরের চিহ্ন দেখা গেছে।
পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে পুরো এলাকাজুড়ে। মানিক মিয়া এভিনিউয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, এমনকি সাধারণ মানুষের হাঁটাচলাও সীমিত হয়ে পড়েছে।