পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিমানবন্দরে ই-গেট চালু করা হবে। ই-পাসপোর্টধারীরা পাসপোর্ট দেখিয়ে সহজে ই-গেট ব্যবহার করতে পারবেন।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে এবং সাধারণ নাগরিকদের জন্য যেমন ফি প্রযোজ্য, রেমিট্যান্সযোদ্ধাদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের সম্মানী নির্ধারণে নতুন নির্দেশনা
তিনি আরও জানান, ফি কতটুকু কমানো হবে তা দেশের বিভিন্ন সংস্থা ও প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। এছাড়া রেমিট্যান্সযোদ্ধাদের বিমান ভ্রমণে সার্ভিস উন্নত করার জন্যও ব্যবস্থা নেওয়া হবে।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, "ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদান করা হবে। ইতোমধ্যেই ই-গেট ইন্সটল করা হয়েছে এবং দুই-চার দিনের মধ্যে এটি চালু করার কাজ সম্পন্ন হবে।"