আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চলছে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে, বিশেষ কমিটি গঠন

সভায় উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, নৌবাহিনী প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান ও প্রতিনিধিরা।

এছাড়াও বৈঠকে অংশ নিয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ,

আরও পড়ুন: বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ছয় দফা দাবি ইএবি’র

 ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ,

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, র‍্যাব হেডকোয়ার্টার্সের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান,

স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জি এম আজিজুর রহমান, এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বণ্টন, সমন্বয়, যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা কৌশল এবং ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণার সম্ভাবনা থাকায় এই বৈঠককে নির্বাচন প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।