বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিচারকদের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত প্রস্তাবিত কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, অ্যাটর্নি জেনারেল সরকারের নির্বাহী বিভাগের অংশ হওয়ায় তার অন্তর্ভুক্তি বিচার বিভাগের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

বুধবার (১৫ অক্টোবর) এনসিপির আইন সেলের মুখপাত্র ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুনা এক বিবৃতিতে বলেন, অ্যাটর্নি জেনারেল আদালতে সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন, তাই বিচারকদের নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তে তার সম্পৃক্ততা ‘স্বার্থের সংঘাত’ তৈরি করবে।

আরও পড়ুন: জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: নাহিদ ইসলাম

তিনি বলেন, বিচার বিভাগের অভ্যন্তরীণ প্রশাসন—বিশেষ করে বদলি ও পদোন্নতির মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণে থাকা উচিত। এতে কোনোভাবেই নির্বাহী বিভাগের প্রভাব থাকা উচিত নয়।

এনসিপি মনে করে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গঠন নতুন বাংলাদেশের মৌলিক শর্ত। তাই বিচারকদের মনোনয়ন বা পদোন্নতিতে সরকারের কোনো প্রভাব বা প্রতিনিধিত্ব থাকা উচিত নয়।

আরও পড়ুন: মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত কমিটি থেকে অ্যাটর্নি জেনারেলকে অবিলম্বে বাদ দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে কেবল বিচার বিভাগের সদস্যদের নিয়ে একটি স্বতন্ত্র ও স্বশাসিত কমিটি গঠন করতে হবে।

দলটি মনে করে, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা রক্ষা করা আইনের শাসন ও গণতন্ত্রের অন্যতম ভিত্তি, এবং সেই লক্ষ্যে এনসিপি তার অবস্থান থেকে কখনোই সরে যাবে না।