সরকারি কর্মকর্তাদের সম্মানী নির্ধারণে নতুন নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী ও পারিতোষিকের হার নতুনভাবে নির্ধারণ করেছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে জারি করা একটি পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
নতুন সম্মানীর হার
পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে ‘এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজারস কোর্স’ সমাপ্ত
বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভার জন্য জনপ্রতি ৬ হাজার টাকা সম্মানী পাবেন।
মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য এবং বিশেষজ্ঞদের প্রতিদিনের জন্য সম্মানী নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা।
পূর্ণ উত্তরপত্রের মূল্যায়নের জন্য ১৩০ টাকা, আর অবজেকটিভ টাইপ উত্তরপত্রের জন্য ৩৫ টাকা দেওয়া হবে।
পরীক্ষা বা মূল্যায়ন সংশ্লিষ্ট আপ্যায়ন ব্যয়ের মধ্যে দুপুর বা রাতের খাবারের জন্য (প্রয়োজন অনুযায়ী) জনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে নাশতার খরচ অপরিবর্তিত রাখা হয়েছে।
পরীক্ষা পরিচালনায় প্রত্যক্ষভাবে যুক্ত কর্মচারীদের মধ্যে ৯ম গ্রেড ও তদূর্ধ্বরা প্রতিদিন পাবেন ১,২০০ টাকা,
১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১,০০০ টাকা,
আর ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ৮০০ টাকা।
এ ছাড়া খাতা মূল্যায়নের সম্মানী হিসেবে নির্ধারিত হয়েছে ৫০ টাকা,
ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান অথবা প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারী পাবেন ৩,৫০০ টাকা সম্মানী।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।