লক্ষ্মীপুরে বিনামূল্যে শতাধিক নারীর স্তন-জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:২০ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে বিনামূল্যে শতাধিক নারীর স্তন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোটারি ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রাল ও মাইক্রোফাইন্যান্স এ আয়োজন করে। এতে সদর হাসপাতালের চিকিৎসকরা সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেজর (অব.) খন্দকার বদরুল খান, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র কনসালট্যান্ট দিলরুবা আফরোজ, গাইনী চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুনা, নাহিদ বিনতে রহিম, ব্র্যাক প্রতিনিধি মো. জামান এবং রোটারিয়ান আসাদুজ্জামান চৌধুরী, ইকরাম উদ্দিন পারভেজ ও হারুন মোল্লা প্রমুখ।

আরও পড়ুন: বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে

আয়োজকেরা জানান, ৩০ বছরের ঊর্ধ্বে নারীরা স্তন ও জরায়ু মুখে ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন। এটি নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে নারীদের স্তন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও রোটারি ক্লাব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশের সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করা হচ্ছে।

মেজর (অব.) খন্দকার বদরুল খান বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলায় বিনামূল্যে নারীদের স্তন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা করিয়েছি। যারা আক্রান্ত হয়েছেন, তাদেরকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করা হবে। লক্ষ্মীপুরে শতাধিক নারীর স্তন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা করানো হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্র বিরোধী পোস্টে বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার