গোলাম পরওয়ারের বক্তব্যকে 'ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ' বলছে এনসিপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ’ বলে নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি নেতারা বলেছেন, গোলাম পরওয়ারের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং এতে দুই দলের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।

ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। পোস্টটিতে তিনি দাবি করেন, “জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা।”

আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে ‘এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজারস কোর্স’ সমাপ্ত

তিনি আরও বলেন, “সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই।”

এরপর জামায়াতে ইসলামী পক্ষ থেকে নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করা হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, “রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় শিষ্টাচার বজায় রাখা উচিত।”

আরও পড়ুন: পররাষ্ট্র উপদেষ্টা জানালেন ভারতের সঙ্গে শুধুমাত্র একটি চুক্তি বাতিল হয়েছে

তবে পরিস্থিতি উত্তপ্ত হয় যখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে বলেন, “একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার বা অভ্যুত্থানে কোনও ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল। রাজনীতিতে জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে এবং এনসিপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিবিসি বাংলাকে বলেন, “জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্য শুধু অসৌজন্যমূলক নয়, রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণও বটে। ওনারা আমাদের বাবা দাদাদের বয়সী, ওনাদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়।”

অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “রাজনীতিতে কারও বাপ হতে চাওয়ার মানসিকতা এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। গণঅভ্যুত্থানই এখনকার সব রাজনৈতিক দলের বাপ—কারণ এনসিপির জন্ম সেই প্রেক্ষাপটে। বিপদের সময় অন্যের নেতৃত্বে কাজ করে, পরে নেতৃত্বের দাবি করা রাজনৈতিক বালখিল্যতা ছাড়া কিছু নয়।”

তবে জামায়াতে ইসলামী এ নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “মিয়া গোলাম পরওয়ার কোনও নির্দিষ্ট দল বা ব্যক্তির নাম নেননি। তিনি স্নেহের অবস্থান থেকে কিছু পর্যবেক্ষণ করেছেন। আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা এবং দেশ গঠনে একসঙ্গে কাজ করছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরওয়ারের বক্তব্য ও এনসিপির প্রতিক্রিয়া দুই দলের সম্পর্কের উষ্ণতা কমিয়ে দিতে পারে। বিশেষ করে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে একসঙ্গে অবস্থান করা এই দুই দলের মধ্যে সাম্প্রতিক মন্তব্য বিনিময় নতুন বাস্তবতা তৈরি করতে পারে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা