শ্রম আইন সংশোধন ও আরপিও ২০২৫ পাস, উপদেষ্টা পরিষদের অনুমোদন সম্পন্ন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে শ্রম আইন সংশোধন (অ্যামেন্ডমেন্ট) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ (আরপিও বা Representation of Peoples Order) আইন চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই দুই আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: মার্কিনসহ অন্যান্য দূতাবাসের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি জানান, এই দুই আইন ছাড়াও উপদেষ্টা পরিষদ আরও তিনটি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে। এই আইনগুলো হলো: সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন, এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন। তিনি আরও জানান, এই তিনটি আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার