আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন হতে পারে না: জিএম কাদের

রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে পারে না।”
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: মার্কিনসহ অন্যান্য দূতাবাসের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার
জিএম কাদের বলেন, “জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে অন্যান্য রাজনৈতিক দল লাভবান হবে, তাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা জনগণের দল, আমাদের ছাড়া দেশের রাজনীতি ও নির্বাচন কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে চায়। দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল না। জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।”
আরও পড়ুন: সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার
সভায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় ঐক্যমত্যের অভাব দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের হাতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও যোগ করেন, “সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় পার্টিকে ছাড়া যদি কোনো নির্বাচনের আয়োজন করা হয়, তা আমরা প্রতিহত করব।”
সভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী। বক্তারা বলেন, জাতীয় পার্টি দেশের রাজনীতিতে ভারসাম্য রক্ষার ভূমিকা পালন করছে, তাই গণতন্ত্র রক্ষায় দলটিকে অবমূল্যায়ন করা যাবে না।