জাতিকে এগিয়ে নিতে হলে জাতীয় অগ্রাধিকার চিহ্নিত করতে হবে: রিজওয়ানা
পরিবেশ, বল ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “জাতি গঠনে ব্যক্তিচিন্তা বাদ দিয়ে জাতীয় অগ্রাধিকার চিহ্নিত করতে হবে।”
মঙ্গলবার রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ (ইউল্যাব) অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
রিজওয়ানা বলেন, “আমাদের জাতি গঠনের ভিত্তি হলো সন্দেহ; কেউ কাউকে বিশ্বাস করে না। আমরা হয়ত ঠিকমত জাতীয় অগ্রাধিকারও চিহ্নিত করতে পারি না। দ্রুত একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে যাই। সন্দেহ ও অবিশ্বাস নিয়ে কোনো গঠন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমাদের দুর্ভাগ্য হলো পালাবদল সবসময় রক্তাক্ত ও হিংস্র। তাই জাতীয় অগ্রাধিকার ঠিকভাবে চিহ্নিত করা গুরুত্বপূর্ণ, দলমত থাকুক বা না থাকুক।”
আরও পড়ুন: সালাহউদ্দিন আহমদ: জাতীয় ঐকমত্য কমিশন ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করেছে
রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজওয়ানা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ইউল্যাবে পড়ার মাধ্যমে আপনি শুধু চিন্তা করতেই শিখেননি, কীভাবে, কার জন্য এবং কেন করতে হবে তাও শিখেছেন। আপনি ভবিষ্যতে বিসিএস দেবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হবেন, কিন্তু জাতীয় অগ্রাধিকার পেশাগত ও দলীয় রাজনীতির ঊর্ধ্বে তুলে ঠিক করতে হবে।”
রিজওয়ানা বলেন, “একজন ব্যক্তি হিসেবে সফল হতে হলে ফোকাস অবিচল রাখতে হবে। জাতীয় জীবনে বিতর্কের ঊর্ধ্বে কোনও মানুষকে থাকতে দেওয়া হয় না। অপপ্রচার ও বিভ্রান্তি থেকে মুক্ত থেকে জাতীয় অগ্রাধিকার ঠিক রাখতে হবে। কোনও পরিবর্তন রাতারাতি সম্ভব নয়, তাই ধৈর্য ও অবিচল প্রচেষ্টা জরুরি।”
অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য রাখেন এপেক্স ফুটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।





