‘শাপলা কলি’ যুক্ত করে এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:২৯ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার সিদ্ধান্তকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ছোট করে দেখানোর অপচেষ্টা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইসি ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে কমিশনকে সরে আসতে হবে।”

আরও পড়ুন: বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

সামান্তা শারমিন অভিযোগ করে বলেন, “এই প্রতীক দ্বারা বোঝানো হয়েছে—তোমরা এখনো ফোটো নাই, তোমরা এখনো বাচ্চা। এটা এক ধরনের মনস্তাত্তিক চাপ তৈরি করার চেষ্টা। ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে এনসিপির সঙ্গে অন্যায় আচরণ করছে।”

তিনি আরও বলেন, “এমন একটি পক্ষপাতদুষ্ট কমিশনের মাধ্যমে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এনসিপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলনে নামবে।”

আরও পড়ুন: বিদেশে শ্রমশক্তি রপ্তানির বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

এর আগে নির্বাচন কমিশন নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়, আর্টিকেল ৯৪-এর প্রদত্ত ক্ষমতাবলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আওতায় তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে।

‘শাপলা কলি’সহ নতুন তিনটি প্রতীক সংযোজনের ফলে এখন ইসির তালিকায় মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি।