পদ যত বড় হয়, দুর্নীতির অঙ্কও তত বড় হয়: আজহারী
দেশে নেতৃত্ব সংকটের কারণেই সমাজ ও রাষ্ট্রে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, আমাদের দেশে নেতার পদ যত বড় হয়, দুর্নীতির অঙ্কও যেন তত বড় হয়। অথচ নেতৃত্বের মূল গুণই হলো সততা ও আমানতদারিত্ব।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই: নাহিদ ইসলাম
আজহারী বলেন, নেতা বলতে অন্যকে সঠিক দিকে প্রভাবিত এবং পরিচালনা করার ক্ষমতাকে বোঝায়। অদক্ষ নেতৃত্বের কারণেই দেশের সমস্যাগুলো জটিল হয়ে উঠেছে। যদি আমরা যোগ্য ও নৈতিক নেতৃত্ব তৈরি করতে পারতাম, তাহলে অনেক সংকট মোকাবিলা করা সহজ হতো।
তিনি আরও বলেন, এখন আমাদের সামনে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় এসেছে। এই সুযোগ হয়তো আবার দীর্ঘদিন আসবে না। তাই আমাদের উচিত নবীজি (সা.)–এর জীবনী থেকে নেতৃত্বের শিক্ষাগুলো গ্রহণ করা।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
রাসূল (সা.)–এর আমানতদারিত্বের উদাহরণ তুলে ধরে আজহারী বলেন, নবুয়তের পূর্বে খাদিজা (রা.) তাঁর ব্যবসার অংশীদার ছিলেন। নবীজি (সা.) সিরিয়ায় ব্যবসা করতে গেলে খাদিজা (রা.) তাঁর সততা যাচাইয়ের জন্য মাইসারাকে পাঠান। পরে মাইসারার বর্ণনার ভিত্তিতেই খাদিজা (রা.) তাঁকে বিয়ের প্রস্তাব দেন। অর্থাৎ বিশ্বস্ততা নেতৃত্বের সবচেয়ে বড় পরিচয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) ড. মোহাম্মদ কামাল উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে চবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও ছাত্রনেতারা বক্তব্য প্রদান করেন।





