ইসি যে সিদ্ধান্ত নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই: এনসিপি নেতা হাসনাত
 
                                        জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই। শুক্রবার (৩১ অক্টোবর) পিরোজপুরে দলের এক সমন্বয় সভা শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চাই। কোন নীতিমালার ভিত্তিতে তারা মার্কা অন্তর্ভুক্ত করে, আবার কোন নীতিমালার ভিত্তিতে অন্তর্ভুক্ত করেনা, সেটিও স্পষ্ট নয়।”
আরও পড়ুন: একইদিনে নির্বাচন ও গণভোটে ৩ হাজার কোটি টাকা সাশ্রয়ের চিন্তা
তিনি আরও বলেন, “বারবার আমরা বলছি, ইসি যে সিদ্ধান্তগুলো নেয়, তার কোনো নীতিমালা নেই। তাদের সকালে ঘুম থেকে উঠে মনে হয় মাইক মার্কা দেবে, মোবাইল দেখলে মোবাইল মার্কা দেবে, ট্রাইপড দেখলে ট্রাইপড মার্কা, এমনকি সূর্য দেখলেও মার্কা আছে।”
এনসিপি নেতা আরও বলেন, “ইসি এভাবে চলতে পারে না। তাদের নীতিমালা থাকা জরুরি। এটি জনগণের প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই নিয়ম ও নীতিমালার ভিত্তিতে চলতে হবে।”
আরও পড়ুন: বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে: মির্জা ফখরুল
তিনি নিশ্চিত করেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়নি। সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে এনসিপি সখ্যতা গড়ে তুলবে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    