আওয়ামী লীগের ঝটিকা মিছিল

চলতি বছরে গ্রেপ্তার প্রায় ৩ হাজার নেতাকর্মী, পুলিশের সতর্কতা জারি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢাকায় ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকই ঢাকার বাইরে থেকে আসা।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আরও পড়ুন: একইদিনে নির্বাচন ও গণভোটে ৩ হাজার কোটি টাকা সাশ্রয়ের চিন্তা

তালেবুর রহমান জানান, গ্রেপ্তার করা নেতাকর্মীরা সরাসরি মিছিলে অংশগ্রহণ করেছিল। ঢাকার বাইরে থেকে অনেকেই আসা-যাওয়া এবং মিছিলে অংশগ্রহণের জন্য অর্থায়ন পাচ্ছে। মূল উদ্দেশ্য হলো ঢাকা মহানগরে নিজেদের অবস্থান প্রকাশ করা এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি।

তিনি আরও বলেন, “আমরা যে গ্রেপ্তারগুলো করছি, তা তাৎক্ষণিক এবং ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে তাদেরই। গ্রেপ্তার হওয়ার পর পূর্বাপর ইতিহাস যাচাই-বাছাই করে মামলায় চালান দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে: মির্জা ফখরুল

এছাড়া, মিছিলে ককটেলসহ ধরা পড়া অনেক নেতাকর্মী ছিল। পুলিশ তাদের তৎপরতা রোধে সতর্ক রয়েছে এবং ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদেরও নজরদারি করছে।

ডিসি তালেব জানান, ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পাচ্ছে। যারা এই প্রণোদনা দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপচেষ্টা প্রতিহত করতে আমাদের সক্ষমতা রয়েছে। নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে পারে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”