তিন রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
                                        নির্বাচন কমিশন (ইসি) নতুন করে আরও তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। বুধবার (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দলগুলোর নিবন্ধন নিয়ে দাবি-আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন: ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত
তিনি বলেন, ১২ নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। এরপর নির্ধারিত সময় শেষ হলে যাচাই-বাছাই শেষে গেজেট প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য দলগুলোর সংগঠন কাঠামো, জেলা কমিটি, সদস্যসংখ্যা এবং সংবিধান ইত্যাদি যাচাই করা হয়। নির্ধারিত শর্ত পূরণ করলেই দলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দেওয়া হয়।
আরও পড়ুন: এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল নির্বাচন কমিশন
বর্তমানে এই তিন দল নিবন্ধন পেলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়বে।





                                                    