তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঢাকা-৭ এ রফিকুল ইসলামের গণসংযোগ
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-৭ আসনে গণসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল। আজ মঙ্গলবার দুপুরে বকসিবাজার আলিয়া মাদ্রাসার মাঠ হতে শুরু করে বিরাট র্যালী নিয়ে পুরান ঢাকা বিভিন্ন সড়ক ঘুরে মিটফোর্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করেন। তিনি এসময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম রাসেল বলেন, “পুরান ঢাকার নানান সমস্যা সমাধানে কেউ কার্যকর উদ্যোগ নেয়নি। গ্যাস, জলাবদ্ধতা, সরু রাস্তা—এসব সমস্যায় মানুষ ভোগান্তিতে আছে। নির্বাচিত হলে আমি এ এলাকা মাদকমুক্ত করব এবং ব্যবসা-বান্ধব, চাঁদা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করব।”
আরও পড়ুন: দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভের আগাম তথ্য দেওয়া হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছি।”
গণসংযোগ চলাকালে তিনি স্থানীয়দের সুখ-দুঃখের খোঁজ নেন ও ঢাকা-৭ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বলেও জানান স্থানীয় নেতারা।
আরও পড়ুন: হাদী হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ও সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
বিএনপির ঘোষিত ৩১ দফায় রয়েছে সংবিধান সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দুর্নীতিবিরোধী কার্যক্রম, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নসহ একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।





