বিএনপি–জামায়াতের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ, দ্রুত সমঝোতার তাগিদ বিশ্লেষকদের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের অবস্থান আরও স্পষ্ট ও মুখোমুখি হয়ে উঠছে। জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো জোট বা সমঝোতা না হলেও দলটি আগামী নির্বাচনের আগে ‘জুলাই সনদ’–এর আইনি বৈধতা নিশ্চিত দেখতে চায়। এমন অবস্থায় বিএনপি ও জামায়াতের মতপার্থক্যকে রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণ কোনো রাজনৈতিক অবস্থান মনে করছেন না।

তাদের মতে, জুলাই আন্দোলনের পক্ষে থাকা দলগুলোর মধ্যে বিরোধ অব্যাহত থাকলে আন্দোলনের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত সমঝোতা না হলে আন্দোলন মাঠে নেমে গেলে পরিস্থিতি জটিল থেকে আরও অবনতি হতে পারে এবং শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ঐকমত্য কমিশনের মোট ব্যায় ১কোটি ৭১লাখ, আপ্যায়নে ৪৫ লাখ

বিশ্লেষকদের ধারণা, সাত দিনের সমঝোতার সময়সীমা শেষ হওয়ার পর সরকার যদি একতরফা সিদ্ধান্ত নেয়, তাতে কোনো পক্ষই সন্তুষ্ট হবে না এবং রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা থাকবে। তাদের মতে, সরকারের উচিত ছিল আলোচনার উদ্যোগ নিয়ে সংকট নিরসনে ভূমিকা রাখা।

তারা মনে করেন, সময়ক্ষেপণ থেকে আরও অনিশ্চয়তা তৈরি হওয়ার আগে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এ জন্য বিএনপি, জামায়াত, এনসিপি ও নির্বাচনমুখী সব দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে জরুরি বৈঠক আহ্বান করার পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন: আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস