আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
সরকার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ এবং চাঁদপুর।
আরও পড়ুন: ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী
এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসকের নিয়োগ দেওয়া হয়েছিল। সেদিন ছয়জনকে রদবদল করা হয় এবং নয়জনকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের মাধ্যমে কর্মকর্তাদের নিয়োগ ও রদবদলের এই ধারা অব্যাহত রয়েছে, যা জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতিশীলতা আনার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
আরও পড়ুন: যমুনার আশপাশে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে নাশকতার পরিকল্পনা ফাঁস





