হাসিনার রায় ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
জুলাই হত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার দিন এ মাসের ১৩ তারিখ নির্ধারণ করা হবে। এ রায়কে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সুপ্রিম কোর্ট প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন বহাল রাখতে হাইকোর্টের নির্দেশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি ও হাইকোর্ট-আপিল বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করেন। এখানেই দেশের বহু গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার নথি সংরক্ষিত রয়েছে।
সম্প্রতি দেখা গেছে, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির প্রবেশপথসংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট ও জাজেস কমপ্লেক্স এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ
এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





