‘১৩ নভেম্বর ঘিরে কঠোর নিরাপত্তা, কেপিআই এলাকায় প্যাট্রোলিং জোরদার’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৩ নভেম্বরকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও প্যাট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি খোলা তেল বিক্রি বন্ধসহ ঝুঁকিপূর্ণ বিষয়গুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ১৩ নভেম্বরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশকে জানাতে অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে আছে। সব প্রস্তুতি শেষে আমরা একটি পূর্ণাঙ্গ মহড়া পরিচালনা করব।”

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি