ড্রোন-পোস্টার নিষিদ্ধ, বিদেশে প্রচারণায়ও না: নতুন আচরণবিধি জারি করল ইসি
সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫’ শিরোনামে গেজেট আকারে প্রকাশিত নির্দেশনায় নির্বাচন প্রচারণায় ড্রোন, পোস্টার ও বিদেশে সভা-সমাবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে ডিজিটাল প্রচার, বিলবোর্ড ব্যবহারের সীমা এবং এআই অপব্যবহার রোধে কঠোর বিধিনিষেধ যুক্ত করা হয়েছে।
ইসির নতুন নীতিমালা অনুযায়ী, একজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। বিলবোর্ডের সর্বোচ্চ মাপ নির্ধারণ করা হয়েছে দৈর্ঘ্য ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুট। প্রচারে আলোকসজ্জা ও প্লাস্টিক/পিভিসির মতো পরিবেশ দূষণকারী উপকরণ ব্যবহারে রয়েছে কড়া নিষেধ।
আরও পড়ুন: সানজিদা ইসলাম তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন
সোশ্যাল মিডিয়া প্রচারণায় কড়াকড়ি:
অনলাইন প্রচারণা করতে চাইলে প্রার্থী বা দলের ফেসবুক/ইউটিউব/এক্স (টুইটার) ইত্যাদি অ্যাকাউন্টের তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব
এছাড়া ঘৃণাসূচক বক্তব্য, প্রতিপক্ষকে হেয় করা, মিথ্যা তথ্য প্রচার, এআই দিয়ে বিকৃত ছবি বা ফেক নিউজ তৈরি করার মতো কাজকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করা হবে।
বিদেশে প্রচারণাও নিষিদ্ধ:
কোনো দল বা প্রার্থী বিদেশে র্যালি, সমাবেশ বা প্রচার চালাতে পারবে না।
প্রচার সামগ্রীতে পোস্টার সম্পূর্ণ বন্ধ; ব্যানার, ফেস্টুন কেবলমাত্র পরিবেশবান্ধব উপাদানে তৈরি করতে হবে।
ড্রোন ব্যবহারেও নিষেধাজ্ঞা:
নির্বাচনী প্রচারণা চলাকালীন বা ভোটের দিনে ড্রোন, কোয়াডকপ্টার বা আকাশযান ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
শাস্তির বিধান:
আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১.৫ লক্ষ টাকা জরিমানা এবং রাজনৈতিক দলকেও ১.৫ লক্ষ টাকা অর্থদণ্ড করা যাবে। প্রয়োজন হলে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসির হাতে রাখা হয়েছে।
প্রথমবারের মতো সব প্রার্থীকে এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে।
এছাড়া দেশে ও বিদেশে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালুর বিষয়েও নির্দেশনায় উল্লেখ রয়েছে।





