দণ্ডিত ও পলাতক ব্যক্তির বক্তব্য প্রচারে এনসিএসএ’র সতর্কতা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৬ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সংস্থাটির মতে, এসব বক্তব্যে সহিংসতা, অস্থিতিশীলতা ও অপরাধ সংঘটনের সরাসরি উসকানি রয়েছে, যা দেশের শান্তি-শৃঙ্খলা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এক বিবৃতিতে এনসিএসএ জানায়, পলাতক আসামিদের এমন বক্তব্য প্রচার করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আইনটির ধারা ৮(২)–এ উল্লেখ আছে, রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা বা জনশৃঙ্খলা ব্যাহত করে এমন যেকোনো ডিজিটাল কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

এছাড়া ধারা ২৬(১) অনুযায়ী, ভুয়া পরিচয়, অননুমোদিত প্রবেশ বা ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের মাধ্যমে ঘৃণা, সহিংসতা বা বিদ্বেষ ছড়ালে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ২৬(২)–এ এই অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এনসিএসএ স্পষ্ট করে জানায়, তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার নীতিমালাকে সম্মান করে। তবে দণ্ডিত ও পলাতক ব্যক্তিদের ‘উসকানিমূলক ও সহিংসতামূলক’ বক্তব্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আইনি দায়িত্ব ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় কনটেন্ট প্রকাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।