আসামি লিমনের ভিডিও ভাইরাল, আরএমপি কমিশনার আদালতে ব্যাখ্যা দিয়েছেন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলের হত্যাকাণ্ড ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সঙ্গে কথা বলার বিষয়টি আদালতে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ হাজির হয়ে তিনি এ ব্যাখ্যা দেন। সাধারণ একটি প্রাইভেটকারে সাদা পোশাকে আদালতে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার। আদালতের কঠগড়ায় তিনি প্রায় ১৫ মিনিট ছিলেন।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

এই সময় তার আইনজীবী জমসেদ আলী আদালতকে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দেন এবং পুলিশ কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা থেকে তাকে অব্যহতি দেওয়ার আবেদন করেন। আদালতের ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান আবেদন গ্রহণ করে আদেশের জন্য তা রাখেন।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলার পরবর্তী ধার্য্য তারিখ ১ ডিসেম্বর। আদালত পুলিশ কমিশনারের আবেদনের বিষয়ে সেদিন আদেশ দিতে পারেন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

আইনজীবীর বরাতে জানা যায়, পুলিশ কমিশনার ব্যাখ্যায় বলেছেন যে, আসামি লিমন মিয়াকে হাসপাতালে গ্রেফতারের পর সেখানে অনেক মানুষের ভিড় ছিল। সে সুযোগে লিমন ক্যামেরার সামনে কথা বলেছেন। ওই সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ইতোমধ্যে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান তৌসিফ (১৫) নিহত হন। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও (৪৪) আহত হন। ঘটনার পর অভিযুক্ত লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়া হয়। সেখানে থাকা অবস্থায় লিমন ভিকটিমকে দোষারোপ করে গণমাধ্যমে বক্তব্য দেন। এর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আদালতের নজরে আসে।