শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা চান প্রধান উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
তিনি বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে প্রকৃত অর্থে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সেনাবাহিনীর ভূমিকা দেশের ভবিষ্যত নিরাপদ করেছে।”
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেওয়া এ কোর্সে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতার অভিজ্ঞতা অর্জন করেন। সনদ গ্রহণকারী বাংলাদেশি একজন কর্মকর্তা বলেন, এই প্রশিক্ষণ ভবিষ্যতে দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বাড়াবে।
চীনের এক অফিসার জানান, ডিএসসিএসসি আন্তর্জাতিক মান বজায় রেখে প্রশিক্ষণ দিয়ে থাকে, যা বিভিন্ন দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত করে।
বাংলাদেশি আরেক কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত সময়োপযোগী। তিনি আশা প্রকাশ করেন যে সম্পন্ন করা প্রশিক্ষণ জাতীয় গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনায়, কার্যকরভাবে কাজে লাগবে।
অনুষ্ঠানের শেষে ড. ইউনূস বাংলাদেশসহ ২৪টি দেশের সামরিক অফিসারদের হাতে সনদ তুলে দেন।





