আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে
যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল ২১ নভেম্বর (শুক্রবার) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদসমূহে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এতে দেশের কল্যাণ, সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী প্রদান করেছেন।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
আগামীকাল সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়া প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বাহিনী প্রধানদের সঙ্গে কুশল বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ অনুষ্ঠানে ১০১ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীগণ, তিন বাহিনীর প্রধান, পিএসও, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
২১ নভেম্বর বিকেল ৪টায় ঢাকার সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে। এতে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান উপদেষ্টাগণ, বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত সদস্য, শহীদ সেনা পরিবারের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ঢাকার বাইরে বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে।
এছাড়া ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান প্রচার হবে।
২১ নভেম্বর সন্ধ্যা ৭:৩০-এ বাংলাদেশ বেতারে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান প্রচার করা হবে।
এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও পর্যায়ক্রমে অনুষ্ঠানটি সম্প্রচার করবে।
জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে এবং সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।





