আগামী ৫ বছরে অর্ধেকের বেশি মামলার জট কমবে: আসিফ নজরুল
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আরও বলেন, এই মামলার জটের অন্তত এক-তৃতীয়াংশ লিগ্যাল এইডের কার্যকর ব্যবহারের মাধ্যমে কমানো যেতে পারে।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়; সংস্কার মানে আইনের পরিবর্তন। এটি রাতারাতি সম্ভব নয়, ধাপে ধাপে এগোতে হবে।
আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা
তিনি জানান, আইন মন্ত্রণালয় বর্তমানে ২১টি রেফর্ম (সংস্কার) বাস্তবায়নে কাজ করছে। তিনি আরও বলেন, “ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।
ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে এসব উদ্যোগ পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করবে। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।





