জাতিকে দিতে চাই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন: সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৮ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।

সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের এজেন্ডা একটাই—একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

সিইসি আরও বলেন, একটি ভালো নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সহযোগিতা দরকার। নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দেশীয় পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি তাদের ইসির সহযোগী হিসেবে মাঠে কাজ করার আহ্বান জানান।

পর্যবেক্ষকদের জন্য দুটি বিশেষ নির্দেশনা

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সিইসি নাসির উদ্দিন পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছে দুটি বিষয়ে বিশেষ সতর্কতার পরামর্শ দেন—

১. নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে।

২. যাদের পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া হবে, তারা যেন রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকেন।

তিনি বলেন, পর্যবেক্ষকদের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঠিক প্রতিবেদন ভোটের সামগ্রিক পরিবেশ ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

সংলাপে নির্বাচন কমিশনারবৃন্দ, ইসির সচিবালয়ের কর্মকর্তারা এবং স্বীকৃত দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নেন।