অতিরিক্ত জেলা জজ হারুন রেজা পদোন্নতির পর আইন মন্ত্রণালয়ের উপসচিব নিয়োগ
বিচার বিভাগের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা মো. হারুন রেজা অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে পদোন্নতি পেয়ে উপসচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন পেয়েছেন।
আজ বুধবার জারি করা প্রজ্ঞাপনে তার নতুন দায়িত্বের অনুমোদন দেওয়া হয়েছে। পদোন্নতির খবরে সহকর্মী, আইনজীবী সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
পদায়ন পরবর্তী প্রতিক্রিয়ায় মো. হারুন রেজা বলেন, "এ দায়িত্ব আমার জন্য গৌরবের। আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় আজকের এই অবস্থানে আসতে পেরেছি। নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাগত মূল্যবোধ বজায় রেখে পালন করতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা চাই।"
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা আশা করছেন, তার দীর্ঘদিনের মাঠ-প্রশাসনিক অভিজ্ঞতা নতুন কর্মপরিধিতে আরও গতিশীলতা আনবে। পদোন্নতিতে শুভানুধ্যায়ী মহলে অভিনন্দনের ঢেউ বইছে এবং তার ভবিষ্যৎ দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে।





