১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে সরকারি ১২ দফা নির্দেশনা মেনে দুই মাসের জন্য (৩১ জানুয়ারি পর্যন্ত) দ্বীপে রাত্রিযাপনের অনুমতি মিলবে পর্যটকদের।

যদিও ১ নভেম্বর থেকেই সেন্টমার্টিন খোলা হয়, রাত্রিযাপনে নিষেধাজ্ঞা থাকায় থেমে ছিল জাহাজ চলাচল। এবার জেলা প্রশাসনের অনুমতি পেয়েছে চারটি জাহাজ, যেগুলো প্রতিদিন কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনে দুই হাজার পর্যটক পরিবহন করবে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত পোর্টাল থেকে কিউআর কোডযুক্ত টিকিট ছাড়া ভ্রমণ করা যাবে না। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের যাত্রার জন্য তিনটি জাহাজের প্রায় ১২শ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, মৌসুমের প্রথম যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যটকদের আগ্রহ আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

অনেকদিন পর পর্যটকদের আগমনের খবরে সজীব হয়ে উঠেছে দ্বীপবাসী। সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, স্থানীয় জনগণের জীবিকার প্রধান উৎসই পর্যটন; তাই অতিথি বরণে তারা প্রস্তুত।

এদিকে দ্বীপের পরিবেশ রক্ষায় প্রশাসন এবার কঠোর। সরকারি নির্দেশনা অনুযায়ী –

• সৈকতে রাতে আলো, শব্দ বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ

• কেয়াবনে প্রবেশ ও কেয়া গাছের ফল সংগ্রহ-বিক্রি বন্ধ

• কাছিম, পাখি, প্রবাল, শামুক–ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন সব কাজ নিষিদ্ধ

• সৈকতে মোটরসাইকেল বা মোটরচালিত যেকোনো যান চলাচল সম্পূর্ণ বন্ধ

• পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা

+কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সেন্টমার্টিন একটি জাতীয় সম্পদ। পরিবেশ রক্ষায় নির্দেশনাগুলো মেনে চলার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।