তারেক রহমানের ট্রাভেল ভিসা নিয়ে মন্তব্য আমীর খসরুর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:২৮ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ও পারিবারিক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে ‘ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমীর খসরু আরও বলেন, তারেক রহমানকে কেন ট্রাভেল ভিসা দেওয়া হবে তা তিনি জানেন না।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

তিনি আরও মন্তব্য করেন, বিএনপি মানুষের আস্থার উপর রাজনীতি করে এবং দেশের মানুষ সুযোগ পেলেই নিজেদের মতামত প্রকাশ করবে। দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তনের প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি বলেন, ৫৯ বছর বয়স একজন নাগরিকের রাষ্ট্রকে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা শুরু হলে তিনি ফেসবুকে উল্লেখ করেন, ‘এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং বিষয়টি স্পর্শকাতর।’

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

এর আগে সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে নেই। তবে চাইলে তিনি ওয়ান টাইম ট্রাভেল পাস পেতে পারেন।