পুলিশ কমিশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাস: জানালেন পরিবেশ উপদেষ্টা
সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে পাঁচ সদস্যের পুলিশ কমিশন গঠনের বিধান রেখে ‘পুলিশ কমিশন অধ্যাদেশ’ উপদেষ্টা পরিষদে পাস করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
রিজওয়ানা হাসান বলেন, “আজ আমাদের গুরুত্বপূর্ণ পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি। এছাড়া সদস্য হবেন গ্রেড ওয়ান পর্যায়ের বা তার নিচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা, একজন একই পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক—যিনি মানবাধিকার ও সুশাসন বিষয়ে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা রাখবেন।”
পুলিশ কমিশন গঠনের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, পুলিশের কার্যক্রমকে জনবান্ধব ও জনমুখী করাই কমিশনের মূল উদ্দেশ্য। পুলিশ যেন প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে, মানবাধিকার সংবেদনশীল হয় এবং কোন ধরনের আধুনিকায়ন ও প্রশিক্ষণ প্রয়োজন—এ বিষয়ে কমিশন সুপারিশ দেবে।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
তিনি বলেন, “কমিশন সরকারের সঙ্গে মিলে কাজ করবে। পুলিশের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিকায়ন ও সংস্কারের জায়গাগুলো তারা চিহ্নিত করবে।”
পুলিশ কমিশনের আরেক গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে নাগরিকদের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা। পুলিশের পেশাগত আচরণ সংক্রান্ত অভিযোগও কমিশন নিষ্পত্তি করবে।
রিজওয়ানা হাসান আরও বলেন, “পুলিশিং কার্যক্রমে দক্ষতা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশের কল্যাণমূলক ব্যবস্থাপনা সম্পর্কেও কমিশন সুপারিশ করবে। পাশাপাশি পুলিশসংক্রান্ত আইন, নীতি ও গবেষণার ক্ষেত্রেও সরকারকে পরামর্শ দেবে।”





