লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া: এয়ার অ্যাম্বুলেন্স বাতিল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স অনুমতি নিয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করা হয়েছে। ফলে খালেদা জিয়ার লন্ডন যাওয়া আপাতত হচ্ছে না।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা দল ও পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, কিছু অনিবার্য কারণে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ মঙ্গলবারের অবতরণের অনুমতি প্রত্যাহার করে নেয়। নতুন কোনো সময় বা তারিখ ঘোষণা করা হয়নি। খালেদা জিয়ার পরিবার এবং দলের নেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

এদিকে বিষয়টি ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তারা বলছেন, চিকিৎসার প্রক্রিয়া যাতে দ্রুত এগিয়ে যায়, সে বিষয়ে পরিবারের সঙ্গে তারা যোগাযোগ বজায় রাখছেন।