মাঠ প্রশাসন এবং পুলিশের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করা যাবে না; সবাইকে পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সম্মেলনে এসব কথা বলেন সিইসি।
আরও পড়ুন: চীন দূতাবাস বাংলাদেশিদের জন্য সহজ করল স্বল্পমেয়াদি ভিসা প্রক্রিয়া
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য মাঠ প্রশাসন ও পুলিশের কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, তাতে আমার অসম্ভব রকমভাবে বুকের জোর বেড়েছে।
সম্মেলনে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইজিপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও অংশ নেন।
আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গ তুলে সিইসি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা দেখেছি, ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে। কিন্তু আপনারা যে পোস্টার সরাচ্ছেন, তা কিন্তু আমরা দেখছি না। আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনকে আরও তৎপর হতে হবে এবং নিয়মভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।
সিইসি বলেন, বর্তমানে নির্বাচন কমিশন কার্যত একটি অভিযোগ দাখিলের দপ্তরে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে জানাতে হবে কোথায় এবং কীভাবে অভিযোগ জানাবে। অভিযোগ দায়েরের জন্য আলাদা সেন্টার করতে হবে। সেই সেন্টার থেকে অভিযোগ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।
এর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।





